০৫ নং কৈখালী ইউনিয়নটি সাতক্ষীরা জেলার, শ্যামনগর উপজেলার,সুন্দরবনের কোল ঘেষে অবস্হিত।এই অঞ্চলের মানুষের জীবন যাপন করতে হয় খুবই সংগ্রামের সাথে।তাদের উপর কখন ও আক্রমণ করে নদীর কুমীর আবার কখনো হিংস্র বিশ্ব বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার।কখনো আবার আঘাত হেনেছে আইলা ,সিডর এর মত বড় বড় দুযোগ তবু কখনও হার মানাতে পারেনি এ ইউনিয়নের পরিশ্রমী মানুষদেরকে। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে তারা নতুন করে জীবন শুরু করেছে। তাদের অনেক স্বপ্ন আর সংগ্রামের কাহীনি সংযুক্ত করা হবে আপনাদের জানার জন্য।আপনাদের কে আমাদের তথ্য ও চিত্র দেখার আমত্রণ জানাচ্ছি।আমরা শুরু করছি মাত্র।চাই আপনাদের ভালবাসা ও দোয়া যাতে এ কাজটি সফল ভাবে সপন্ন করতে পারি।
মোঃ ফারুক হোসেন ।
পরিচালক
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র।
০৫ নং কৈখালী ইউনিয়ন।
শ্যামনগর,সাতক্ষীরা।
০১৭৪৮-৪৮১২৪২
ছবি